Wednesday 2 November 2016

নামাজ ভাঙ্গার কারণ সমূহ

নামাজের ভঙ্গের কারণসমূহঃ


১। নামাযের মধ্যে কথা বলা।

২। নামাযের মধ্যে পবিত্র কোরআন দেখে পড়া।

৩। নামাযের ফরজসমূহের মধ্যে কোন একটি ইচ্ছায় বা অনিচ্ছায় বাদ পড়ে গেলে।

৪। বিনা কারণে কাশি দেয়া।

৫। নামাযের ভিতরে আঃ উঃ শব্দ করা।

৬। নামাযের ভিতরে ইচ্ছা বা অনিচ্ছায় কোন কিছু খাওয়া।

৭। কোরআন শরীফ তেলাওয়াতের সময় এমন ভুল করা যে ভুলের দরুণ অর্থ পরিবর্তন হয়ে যায়।

৮। নামাযে শব্দ করে হাসা।

৯। পুরুষের কাতারে মেয়ে লোক দাঁড়ানো।

১০। নামাযে ঘুমিয়ে গেলে।

১১। বিনা কারণে নামাযরত অবস্থায় এদিক ওদিক চলা ফেরা করা।

১২। ইমামের পূর্বে রুকূ, সেজদা ইত্যাদি করা।

১৩। আমলে কাসির করা (নামাযের মধ্যে এমন কাজ করা কেউ দেখলে যদি নামায পড়ছে বলে বুঝা না যায়। যেমনঃ দু হাতে কাপড় ঠিক করা)।

১৪। ছতর খুলে গেলে।

১৫। নামাযের ওয়াজিবসমূহের কোন একটি ছুটে গেলে এবং ছহো সিজদা ছেড়ে দিলে।

১৬। ব্যথার কারণে উচ্চস্বরে কান্না।

১৭। ওযূ ভঙ্গ হওয়া।

১৮। বেহুশ হয়ে পড়া



 tag:+
the rules of namaj,prayer, namaj bangger karon gulu ki? www.prayer.com,.bd,নামাজের নিয়মাবলী, নামাঝের সঠিক উপায়,সঠিক ভাবে নামাজ পড়ার নিয়ম  নামাজ ভাঙ্গার নিয়মগুলু কিকি, নামাজ নষ্ট হওয়ার কারণ সমূহ,কিবাবে নির্ভুল ভাবে নামাজ পড়া যায়,কি করলে নামাজ বাদ হযে যায়   কোন কাজ করলেই আমল/ ইবাদাত বাতিল হয়ে য্ই,কোন কাজ গুলু নাকরলে  আমল নামাজ সহিহ্

Load comments