Wednesday 30 May 2018

ফিতরা 2018, ফিতরা অর্থ কি,ফিতরা আদায়ের নিয়ম,ফিতরা কাকে দেওয়া যাবে


আসসালামুআলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভাল আছেন । আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, 


ফিতরা 2018 কত টাকা, এবং কাকে দেয়া যাবে দেওয়ার নিয়ম,  সেটা সম্বন্ধে অনেকে জানতে চায় তো আমি তা নিয়ে লিখতে  বসছি





ফিতরা অর্থ কি:   সকালের খাদ্যদ্রব্য বোঝানো হয়


ফিতরা কাকে দেওয়া যাবে :

গরীব, দুঃস্থ, অসহায়, অভাবগ্রস্থ ব্যক্তিকে ব্যক্তিকে ফিতরা প্রদান করা যাবে।


ফিতরা দেওয়ার নিয়ম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক স্বাধীন-ক্রতদাস, নারী-পুরুষ, ছোট-বড় মুসলমানের যাকাতুল ফিতর ফরজ করেছেন এক ‘সা’ পরিমাণ খেজুর বা যব ফরজ করেছেন। তিনি লোকদের ঈদের নামাযে বের হওয়ার পূর্বেই তা আদায় করার আদেশ দিয়েছেন।


এ বছরের ফিতরা :   ২০১৮ সালের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৭০  টাকা এবং সর্বচ্চ ২৩১০ টাকা 
নিরধারন করেছে ইসলামিক ফাউনডেশন ।

 tags:- ফিতরা 2018,ফিতরা pdf, ফিতরা অর্থ কি,ফিতরা আদায়ের নিয়ম,ফিতরা কাকে দেওয়া যাবে
ফিতরা দেওয়ার নিয়ম ২০১৮ , ইসলামিক ফাউনডেশন  islamic foundation









Load comments