শতাবলী ২। ৪। ৫। ৬। ৭। ৮। ৯। ১০। ১১। ১২। ১৩। ১৪। ১৫। ১৬। প্ৰাৰ্থীকে জন্মসূত্ৰে বাংলাদেশের নাগরিক ও ফেনী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সরকার কতৃক নিৰ্ধারিত আবেদন ফরম পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদন ফরম জেলা প্ৰশাসক, ফেনী এর www.feni.gov.bd ওয়েব সাইটে অথবা জেলা প্ৰশাসকের কাৰ্যালয়, ফেনী এর স্থানীয় সরকার শাখায় পাওয়া যাবে। আবেদন আগামী ১৮/৪/২০১৭ খ্ৰিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি অথবা ডাকযোণে জেলা প্ৰশাসক, ফেনী (স্থানীয় সরকার শাখা) বরাবর পৌছাতে হবে আবেদনপত্রের সহিত ১ম শ্রেণীর গেজেটড কৰ্মকৰ্তা কতৃক সদ্যতোলা পাসপোট সাইজের ০০৩ (তিন) কপি রঙ্গিন ছবি সংযুক্ত করতে হবে। (ছবির পেছনে প্ৰাৰ্থীকে অবশ্যই স্পষ্ট আকারে নাম লিমতে হবে প্ৰাৰ্থীকে আবেদন পত্রের সাথে যে কোন তফসিলি ব্যাংক হতে ৩০০/- (তিনশত) টাকার ব্যাংক ড্ৰাফট/পে-অৰ্ডার (অফেরংযোগ্য) জেলা প্ৰশাসক, ফেনী এর অনুকুলে দাখিল করতে হবে। প্ৰাৰ্থীর বয়সীমা ১৮০৪/২০১৭ ঃি তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধাশহীদ মুক্তযোদ্ধার সন্তানসন্তানের সন্তানদের এবং শারীরিক প্ৰতিবন্ধীগণের ক্ষেত্ৰে বয়স ৩২২ বৎসর। বয়সের ক্ষেত্ৰে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকার কতৃক ঘোষিত সৰ্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে। খামের উপর প্রার্থীকে পদের নাম ও কোটার নাম (যদি থাকে) উল্লেখ করতে হবে। চাকরিরত প্ৰাৰ্থীদের যথাযথ কতৃপক্ষের মাধ্যমে নিৰ্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। এক্ষেত্ৰে কোন অশ্লীম কপি গ্ৰহণযোগ্য হবে না। মৌখিক পরীক্ষার সময় প্ৰাৰ্থীদের অবশ্যই নিম্নবৰ্ণিত সনদসমূহের মূলকপি প্ৰদৰ্শন করতে হবেঃ (ক) সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্ৰশিক্ষণের সনদপত্ৰ । (খ) সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কতৃক প্ৰদত্ত নাগরিক সনদপত্ৰ। (গ) ১ম শ্রেণীর গেজেটত কৰ্মকৰ্তা কতৃক প্রদত্ত চারিত্ৰিক সনদ। (ঘ) (প্ৰযোজ্য ক্ষেত্রে) (i) মুক্তিযোদ্ধাশহীদ মুক্তিযোদ্ধা এর প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নিৰ্দেশনা মোতাবেক উপযুক্ত কতৃপক্ষ কতৃক প্ৰদত্ত সনদ। তাছাড়া মুক্তিযোদ্ধাশহীদ মুক্তিযোদ্ধার পুত্ৰ-কন্যা, পুত্ৰ-কন্যার পুত্ৰ-কন্যার ক্ষেত্ৰে উপযুক্ত প্ৰমাণক হিসেবে মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কতৃক প্ৰাৰ্থীর সঙ্গে মুক্তিযোদ্ধার সম্পৰ্ক সংক্রান্ত প্ৰত্যয়নপত্ৰ। (ii) এতিম নিবাসী ও শারীরিক প্ৰতিবন্ধী, উপজাতীয় এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটায় আবেদনকারীদের ক্ষেত্ৰে উপযুক্ত কতৃপক্ষ কতৃক প্ৰদত্ত সনদ । () জাতীয় পরিচয়পত্ৰজন্ম নিবন্ধন সনদপত্রের মূলকপি প্ৰাৰ্থীদের নির্বাচনী (লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্ৰযোজ্য ক্ষেত্ৰে) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্ৰকার টিএডিএ প্ৰদান করা হবে না। আবেদনপত্ৰ গ্ৰহণ বা বাতিলের বিষয়ে নিয়োগকারী কতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এ বিষয়ে কোন আপত্তি গ্ৰহণ করা হবে না। কতৃপক্ষ প্ৰয়োজনবোধে সরকারি নিৰ্দেশনার আলোকে কোন শর্ত সংযোজন, সংশোধন ও পরিবর্তন করতে পারবে। আবেদনপত্রের সাথে ৬ (ছয়) টাকার ডাক টিকেট সম্বলিত নিজ নাম ও পূৰ্ণ ঠিকানা লিখিত ( ঠিকানায় ইন্টারভিউ কাৰ্ড পেতে চান) ৯x৪ ইঞ্চি যাম জমা দিতে হবে। চূড়ান্তভাবে নিৰ্বাচিতদের সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোৰ্ট এবং সিভিল সাৰ্জনের প্ৰত্যয়ন চাকুরিতে নিয়োগের অন্যতম প্ৰধান শর্ত হিসাবে বিবেচিত হবে। কোন তথ্য গোপন করে অথবা ভুল তথ্য প্ৰদান করে চাকুরিতে নিয়োগ প্ৰাপ্ত হলে কিংবা নিয়োগের পরে কোন তথ্য মিথ্যা প্ৰমাণিত হলে উক্ত ব্যক্তিব্যক্তিদের নিয়োগাদেশ বাতিলসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্ৰহণ করা হবে। অনিবাৰ্য্য কারণবশতঃ কতৃপক্ষ এ নিয়োগ কাৰ্যক্ৰম স্থগিত, সময় পরিবর্তন বা বাতিলের ক্ষমতা ১৭। নিৰ্বাচিত প্ৰাৰ্থীদেরকে সম্পূৰ্ণ অস্থায়ী ভিত্তিতে শিক্ষানবিস হিসেবে নিয়োগ দেয়া হবে। শিক্ষানবিসকল সন্তোষজনক হলে বিধি অনুযায়ী চাকুরি স্থায়ী করা হবে। ১৮ । দরখাস্ত বাছাই ও নিয়োগের ক্ষেত্ৰে নিয়োগকারী কতৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে (মো: আমিনউল আহসান) জেলা প্ৰশাসক ফেনী ফোন : ০৩৩১-৭8০০০ ডিডি-৫৬০/১৭ (১৫ x ৩) ইমেইল-defini manna on had
২৯ ডিসেম্বর ২০১৭ ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ ২০১৭ । Related searches ইউনিয়ন পরিষদে হিসাব স ২৯ ডিসেম্বর ২০১৭ ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ ২০১১৬ । Related searches ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী নিয়োগ ইউনিয়ন পরিষদে কম্পিউটার অপারেটর নিয়োগ ১১ ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৭> ইউনিয়ন পরিষদ নিয়োগ ইউনিয়ন পরিষদে লোকবল নিয়োগ সাড়ে চার হাজার ইউপির কম্পিউটার অপারেটরের চাকরি স্থায়ী হচেছ ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ ২০১৭ ইউনিয়ন পরিষদ নিয়োগ 2017 Nহকারী নিয়োগ ইউনিয়ন পরিষদে কম্পিউটার অপারেটর নিয়োগ ১১ ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৭> ইউনিয়ন পরিষদ নিয়োগ ইউনিয়ন পরিষদে লোকবল নিয়োগ সাড়ে চার হাজার ইউপির কম্পিউটার অপারেটরের চাকরি স্থায়ী হচেছ ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ ২০১৭ ইউনিয়ন পরিষদ নিয়োগ 2017 N