Saturday, 4 February 2017

বাংলা ভালবাসার এসএমএস / Bangla new Love sms

বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলা ভালবাসার এসএমএস ২০১৭

bangla sms,bangla love sms, bangla 14 February love days sms, bangla new sms 2017,bangla joke sms, valentine days wish sms, banglish love wish sms,, www. love  sms. com. bd. net .gov .int,bd sms 2017, my sms bd. com,বাংলা এসএমএস ২০১৭-১৮,ভালবাসার এসএমএস, বাংলা নিউ এসএমএস ২০১৭,ভালবাসার নতুন এসএমএস,১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসের এসএমএস, বাংলা লাভ উইস এমএসএম,ভালবাসার বার্তা,মেসেজ,প্রিয় বন্ধুর এসএমএস,বাংলা ভেলেনটাইন ডে সেরা এসএম এস।



1) তোমার ওই চক্ষু গোলকের মাঝে হারিয়ে যাচ্ছি কন্যা <3
by Robiul islam Rabbul


2) ভালোবাসা মানে,,,রাস্তায় হাটতে হাটতে তার কথা ভেবে নিজের অজান্তেই হেসে ওঠা...
by, Robiul islam ( Rabbul)


3) একজন প্রকৃত প্রেমিক শত শতমেয়েকে ভালবাসে না..বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে..!!
By ROBIUL ISLAM (RABBUL)


4) ভালোবাসা কোন কিছু দেখে হয় না,ভালোবাসা এমনিতেই হয়ে যায়,কোন কিছু দেখে ভালোবাসা হলে সেটা ভালোবাসা না ভালোলাগা পর্যন্ত হতে পারে।
By ROBIUL ISLAM (RABBUL)


5) কে বলে চাঁদ কে স্পর্শ করা যায়না
এই যে!! ছুঁয়ে দিলাম।
By ROBIUL ISLAM (RABBUL)


6) মনে হয় শুধু আমি আর শুধু তুমি
আর ঐ আকাশের পউষ নিরবতা,,
রাত্রির নির্জনযাত্রী তারকার কানে কানে
কতকাল কহিয়াছি আধো আধো কথা!!
By , ROBIUL ISLAM (RABBUL)


7) যতনে রেখেছি তোমায় আমারি বুকে___<>___
পারবেনা কেড়ে নিতে কেউ তোমাকে__^__
কোথায় যাবো আমি কে আছে আমার___<>___
তুমি ছাড়া পৃথিবীটা এতই আধাঁর___()___
এক পৃথিবী প্রেম আমি তোমাকে দেবো,,,
জনমে জনমে আমি তোমারি রবো____[]____
By , ROBIUL ISLAM (RABBUL)


8) তোমাকে ভেবে পৃথিবী আমার
অদেখা তবু একে যাই
আমার ভেতর শুধু তুমি
আর তো কিছু পায়নি ঠাই......
By , ROBIUL ISLAM (RABBUL)


9) মনের মধ্যে প্রবহমান ঝর্ণা
এনে দিল ভালবাসার বন্যা।
ভাসিয়ে নিল বিস্মৃতির ভেলা
শুরু হল ভালবাসার খেলা।
By , ROBIUL ISLAM (RABBUL)


10) তুমি আমার রঙ্গিন শপ্ন, শিল্পীর রঙ্গে ছবি ।
তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি ।
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল ।
তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল ।
By , ROBIUL ISLAM (RABBUL)


11) একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না
একই আকাশ মাথার উপর এক কেন ভাবছ না
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না
By , ROBIUL ISLAM (RABBUL)


12) শুধুমাত্র তোমার হাসিটা দেখার জন্যে কয়েক হাজার.বছর এক নিমিষেই বেঁচে থাকা যায়। হোক সে হাসির কারন অন্য কেউ...তবুও।
By , ROBIUL ISLAM (RABBUL)


13) তোমার জন্য স্বপ্ন দেখি তুমি আসবে বলে,
তোমার জন্য অপেক্ষায় আছি তুমি ভালোবাসবে বলে।
By , ROBIUL ISLAM (RABBUL)


14) ভালবাসা মানে আবেগের পাগলামি,
ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি ।
ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,, ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা ।
By , ROBIUL ISLAM (RABBUL)


15) হৃদযের সীমানায় রেখেছি যারে,
হয়নি বলা আজো ভালবাসি তারে।
ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আশি।
কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?
BY ,
ROBIUL ISLAM (RABBUL)
01916032054

16) শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি শিহরিত হয় মন ।
বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।


17) ১ কোটি বছর আগে জন্মে ছিলো তোমার জন্য ভালোবাসা, এখনো অপেক্ষায় আছি তুমি ভালোবাসবে বলে। তোমাকে ধরতে আসিনি এসেছি ধরা দিতে..!  I love you LABONI



18) এর থেকেও তোমাকে বেশি ভালোবাসতে চাই , তুমি কি সেই অধিকার আমাকে দিবে ??



19) অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি,
সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস,
অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লেখা ,
অফুরন্ত বন্ধুত্ব নিয়ে তোমার অপেক্ষা থাকা।



20) মন আছে বলে আজ ভালোবাসার খুব প্রয়োজন ।
স্বপ্ন আছে বলে আজ ভালোবাসার এত
আয়োজন ।
একটা সুন্দর মনের দেখা পাবো বলে "অপেক্ষাই আছি সারাক্ষণ!!


21) ভালবাসি আমি শুধুই তোকে
আজ ও ঠিক সেই আগের মতই ।


22) মেয়েদের ভালবাসা আবেগ প্রবন
আর ছেলেদের ভালবাসা অব্যক্ত ।


23) ভালোবাসা তার জন্য যে ভালোবাসতে জানে
.. মন তাকে দেওয়া যায়, যে অনুভব করতে জানে !..
বিশ্বাস তাকে কর, যে রাখতে জানে ..
আর ভালোবাস তাকে, যে ভালোবাসা দিতে জানে..........
By Rabinur islam (Rabin)


24) ভালোবাসা মানে তুমি কতবার ‘'তোমাকে ভালোবাসি'’ বলতে পারো তা নয়..., ভালোবাসা হলো তুমি কতবার ‘'তোমাকি ভালোবাসি'’ কথাটি প্রমান করতে পারো সেটা
By Saimon Hasan protick


25) যদি কখন আমি হারিয়ে যাই ঐ দূর তারার দেশে, তুমি কী তখনও খুজবে আমায় হাত বাড়িয়ে ভালবেসে...? যদি কোন দিন নিভে যায় আমার আশার
প্রদীপ, তুমি কী তখন জ্বালাবে আলোর
দ্বীপ...? যদি কখন আমি হারিয়ে যাই দূর দিগন্তে, তখনও কী আমি থাকবো তোমার মনের সীমান্তে...?
By Abu Hanif Tamim


26) এই পারে যদিও মোদের,
নাই বা হয় দেখা!
ঐ পারে সঙ্গী হবো,
ভেবো না তুমি একা!
ভালবেসে তোমায় আমি,
জীবন ও দিতে পারি!
তোমায় পেলে সুখের সাথে ও,
দেবো আমি আড়ি!
By Rifat islam


27) মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,
বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে॥
যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে॥
By Lukman hasan


28) এই জীবনে সব পেয়েছি,
পাইনি কারো মন জানিনা যে এই জীবনে,
কে হবে আপন মনের মত চাই তারে,
চাই তার মন হবে কি তুমি,
আমার কাছের একজন॥


29) মহান কোন উপহার পাওয়া য়ায় না কোন দোকানে, পাওয়া য়ায় না কোন গাছের নিচে, সেটা পাওয়া শুধু পাওয়া য়ায় সত্যকারী ভালবাসার মানুষের মনে


30) ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস, তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস । জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ ।

By,
MD : ROBIUL ISLAM ( RABBUL)
01916032054

31) খুব নিশিতে কষ্ট হলে , মাথা রেখ চাঁদের কোলে ,
তবুও যদি কষ্ট থাকে চোখ রেখ আমার চোখে ।
কষ্ট রেখোনা বুকের মাঝে পাঠিয়ে দিও আমার কাছে ।


32) টিপ টিপ বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে। এ মন না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে! এ প্রান শুধু তোমায় ডাকে, আমায় ভালবাসবে বলে! ফুল হাতে থাকবো দাঁড়িয়ে, বলবো আমি তোমায়
পেয়ে। সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে..


33) সুন্দর সে তো স্বপ্ন চাইনা মলিন হবে।
জীবন সে তো গল্প লিখনা নষ্ট হবে।
মন সে তো মন্দির ভেঙ্গোনা পাপ হবে।
ভালবাসা সে তো সত্য ভুল বুঝনা হারিয়ে যাবে।।


34) যতই দূরে হারিয়ে যাও ,
আমি তোমাকে খুঁজে বের করবোই । যতই পর ভাবো আমায় ,
আমি তোমাকে আপন করে নেবো ।
যতই ঘৃনা কর আমায় ,
আমি চিরদিন এভাবে তোমায় ভালবেসে যাবো ।
যতই পাষাণ হোক তোমার মন ,
ওই মনে আমার জন্যে ভালবাসার ফুল ফুটাবোই।


35) তুমি সেই কবিতা ! যা প্রতি দিন ভাবি.... লিখতে পারিনা॥ তুমি সেই ছবি!
যা কল্পনা করি.... আঁকতে পারি না॥
তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই....
কিন্তূ তা কখনো-ই পাই না॥
By,Robiul islam


36) জীবন কারো জন্য থেমে থাকে না,
কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায়,
প্রিয় মানুষটার জন্যে ...


37) ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য,, শিশির ভেজা ফুলের মত পবিত্র..
কিন্তু সময়ের কাছে পরাজিত,,
বাস্তবতার কাছে অবহেলিত..!!


38) প্রেম তুমি বরই কঠিন
প্রেমে না পরলে বুঝা যায় না।
প্রেম তুমি বরই কঠিন
প্রেমে না পরলে জীবনকে
অনুভব করা যায় না ।


39) তুমি সেই স্বপ্নপরী যাকে নিয়ে স্বপ্ন
দেখি। তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে। তুমি সেই প্রেমিকা যার ভালবাসার ছন্দ প্রেমিক আমি।


40) হতে পার তুমি মন থেকে দুরে
তথাপি রয়েছো মোর নয়ন পুরে॥
হয়তো তুমি নেই এই হৃদয়ে
তবুও রয়েছো পরশেরই ভিতরে।
কারণ ভালবাসি শুধুই তোমারে॥
BY, ROBIUL ISLAM (RABBUL)


41) চশমা পরা সেই দুচোখের মাতাল করা দৃষ্টি, মনজমিনে নামিয়ে ছিলো মুসল ধারায় বৃষ্টি। তোর ঠিকানায় আছি আমি মনপাড়াতে ঘুরি, সেদিন থেকে যেদিন নিলি মনটা করে চুরি।


42) গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি, সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি। ভাবতে আমার ভাল লাগে শুধু তোমাকে, তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি আমাকে।


43) তোমায় আমি ভালবাসি আমার জীবনের চেয়ে ও বেশি,
তোমাকে দু:খ দেওয়ার জন্য কি তোমায়
বেসেছি ভালো আমি।
দুরে কখনো আমি যাব না কভু তোমায় ছেড়ে তোমার পাশেই থেকেই আমি তোমায় ভালবেসে যাব সারাটি জীবন ধরে।


44) যে মানুষ হাজার কষ্টের মাঝেও
তার প্রিয় মানুষ টিকে মনে রাখে।
সে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষ টিকে ভালবাসে। সে তাকে কখনো ভুলতে পারে না।


45) ঝেড়ে ফেলো অভিমান, ছুঁয়ে দেখ এই প্রাণ। বন্ধ দুচোখের নিভু নিভু কালোয়, যে আলোয় ভেসে আসো তুমি।
মনে হয়, মিশে যাই, তোমার আরো কাছে...

By,
MD : ROBIUL ISLAM ( RABBUL )
01916032054

46) জানিনা এই অবুজ হৃদয় কার অপেক্ষাই আছে জানিনা এই সরল মনে কার জায়গা হবে শুধু জানি হৃদয়ের ঘরে যাকে রাখব সারা জীবন তাকেই ভালবাসবো.


47) তুমি যমুনা হলে হব অামি যমুনা ব্রিজ। তুমি চায়ের কাপ হলে হব চায়ের প্রিজ। তুমি জিবন হলে হব অামি প্রেম,
তুমি দরজা হলে হব অামি দরজার ফ্রেম।


48) মানুষের জীবনে চাওয়ার শেষ নেই,
স্বপ্নের সমাপ্তি নেই, আকুলতার অন্তি নেই ,
আমার চাওয়া তুমি, স্বপ্ন তুমি ,
আমার সব আকুলতা শুধু তোমার মাঝে
আমার জীবন শুধু তোমাকে ঘিরে॥


49) রাজার আছে অনেক ধন,
আমার আছে একটি মন।
পাখির আছে ছোট্র বাসা,
আমার মনে একটি আশা,
তোমায় শুধু ভালোবাসা।


50) দুর নিলিমায় রয়েছি তোমার পাশে।
খুজে দেখ আমায় পাবে হ্রিদয়ের কাছে।
শুনাব না কোন গল্প, গাইব শুধু গান।
যে গানে খুজে পাবে ভালবাসার টান।
BY, ROBIUL ISLAM (RABBUL)


51) এখনোও কী লিখেছো স্বপ্নের কবিতা
হৃদয়ে,
ভালবাসার শ্রাবন নামবে মনের আকাশ ছুঁয়ে।
এক আকাশে উড়বো দুজনে স্বপ্নের ডানা
মেলে॥
করবো তোমায় আলোকিত সুখের প্রদীপ
জ্বেলে ॥
BY, ROBIUL ISLAM (RABBUL)


52) কখনোও কী লিখেছো স্বপ্নের কবিতা
হৃদয়ে,
ভালবাসার শ্রাবন নামবে মনের আকাশ ছুঁয়ে।
এক আকাশে উড়বো দুজনে স্বপ্নের ডানা
মেলে॥
করবো তোমায় আলোকিত সুখের প্রদীপ
জ্বেলে, চাওয়া পাওয়ার স্বপ্নে॥


53) দেখো চাঁদের দিকে,, কত যে কষ্ট
তার বুকে.. কখনো কালো মেঘ ঢেকে
যায়,, কখনো সে জোত্সনা হারায়.. তবুও
জোত্সনা ছড়িয়ে সে হাসে,, কারন সে
আকাশ কে ভালবাসে..!!


54) যার রাগ বেশি সে নিরবে অনেক
ভালোবাসতে জানে,
যে নিরবে ভালোবাসতে জানে তার
ভালোবাসার গভীরতা বেশি,
আর যার ভালোবাসার গভীরতা বেশি
তার কষ্টও অনেক বেশি।


55) হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক
দূরে যেখানে রয়েছে তোমার
ভালোবাসার সূখের নীড়। আর সেই
নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম।
আমি কল্পনার সাগরে ভেসে চলে
যাবো, যাবো তোমার হৃদয় সৈকতে,
তুমি দিবেনা ধরা?
BY, ROBIUL ISLAM (RABBUL)


56) তুমি যদি বাসো ভালো,,
চাঁদের মতো দেব আলো,,
যদি আমায় ভাবো আপন,,
হব তোমার মনের মতন,,
নদী যেমন দেয় মোহনা,,
তোমার ই আমি তোমার উপমা,,
BY, ROBIUL ISLAM (RABBUL)

57) যে মানুষ যত বেশি গম্ভীর..
সে মানুষ ততবেশি রাগী..
তবে তার মধ্যে ভালোবাসাও থাকে বেশি..!!


58) সত্যিকারে ভালবাসা যা,
সে অতি অপমান’’আঘাত করলে..
হাজার ব্যাথা দিলেও তাকে ভোলা যায় না..!!


59) ভুলতে পারিনা তারে,, ভালবাসি আমি যারে.. মনে পড়ে তারে,, শুধু বারেবারে.. জানিনা সে কত দূরে,, তবুও আছে মন জুরে.. এখনো যে ভাবি তারে,,
সে কি আজো ভালবাসে আমারে..??


60) কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে,,
বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে..
আর কেউ যদি না দেখে কাঁদে,,
বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!!

By,
MD ROBIUL ISLAM (RABBUL)
01916032054.

61) যারা ভালবাসা নিয়ে খেলা করে,,
তারাই ভালবাসা পায়..
আর যারা মন থেকে ভালবাসে,,
তারা ভালবাসা পায়না ঠিক কিনা..??


62) যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার??
আমি বলব চোখের পাতা নড়ে যতবার..
যদি বলো তোমায় ভালবাসি কত??
আমি বলব আকাশে তারা আছে যত..!!


63) তুমি রাজি থাকলে প্রেম করবো,
কাজী এনে বিয়া করব, রাগ করলে
কিস করবো, দূরে গেলে মিস করবো,
পাশে থাকলে আদর করবো,
আর ভুলে গেলে খুব কষ্ট পাবো...!!


64) তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়,, তাহলে আমি ভুলে যেতে রাজি.. ভুলতে হয়তো কোনদিন ও পারবো না,, তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো..!!
By Robiul islam


65) এসে গেলো ফেবরুয়ারী,, মন চায়
প্রেমে পরি.. আমি এখন একা,, কবে
পাবো তোমার দেখা.. কোথায় গেলে
তোমায় পাই,, মন যে শুধু চাই.. ১৪
ফেবরুয়ারী GIFT টা যেনো আমি পাই..!!
BY, ROBIUL ISLAM (RABBUL)


66) যদি তুমি মনে করো সুখে নেই, সুখে নেই, সুখে নেই. তবে তুমি ফিরে আসো এখনো আগের মতো ভালবাসি তোমাকেই..!!


67) ভালবাসা মানে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত
হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভুতি, যা কেবল - শুধু মাত্র ভালবাসার মানুষের সামনে ভাষায় অথবা আচরণে প্রকাশ হয় ।


68) Sms হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুরে,,
রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে,,
কখনো ভেবোনা আমি তোমার থেকে দুরে,,
বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুরে,,


69) বন্ধু আমি চাইনা তোমায় অসীম সুখের ভাগ,,
কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমার ডাক,,
তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি??
মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি!!!


70) এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,,
সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে.. মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,, শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!!
BY, ROBIUL ISLAM (RABBUL)


71) একটু ভালোবাসা দিবি?
যে ভালোবাসায় থাকবে না কোন দুঃখ ।
থাকবে না, না পাওয়ার যন্ত্রনা
থাকবে না মায়া কাঁন্না।
থাকবে শুধু সীমাহীন অনুভূতি ।
যেই অনুভূতি কে সাথি করে
কাটিয়ে দিবো সারাটা জীবন।


72) প্রথম দেখায় কখনো ভালবাসা হয় না। যা হয় তা হল ভাল লাগা। আর সেই ভাল লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালবাসার।


73) যদি ভালবাসাকে মৌচাক ধরি,
তাহলে বিশ্বাস হল মৌমাছি।
কেননা উভয়ের বিশ্বাসের মাধ্যমেই
ভালবাসার অমৃত মধু পাওয়া যায়।


74) যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন,
তৃতীয় মহাযুদ্ধ বাধে, যদি কমে যায় কভু আলো আকাশের ঐ চাদে, তবুও তুমি আমার, শুধু আমার।


75) এতো কষ্ট পেয়েও,তোমাকে ভুল বুঝিনি । এতো দূরে রয়েও,তোমাকে ভুলে যায়নি । নির্ঘুম রাত জেগেও,স্বপ্ন নিয়ে বেঁচে আছি । কেনো জানো ? তোমায় খুব ভালোবাসি তাই ।

By,
MD: ROBIUL ISLAM (RABBUL)
 01916032054

76) ভালবাসো তাকে যে ভাবে তোমাকে..
বন্ধু করো তাকে যে চেনে তোমাকে..
আপন করো তাকে যে ভাবে তোমাকে..
মনে রাখো তাকে যে কখনো ভোলেনা
তোমাকে.. জীবন সাথী কর তাকে যে থাকবে তোমার পাশে সারা জীবন ।


77) প্রেম হলো সরল অংকের মত।
সরল অংকে যেমন যোগ, বিয়োগ, গুন, ভাগ ও বন্দনী থাকে, তেমনি প্রেমেও থাকে হাসি-ট্টাটা, মান-অভিমান, বিরহ- বিচ্ছেদ, অনাবিল সুখ আর না পাওয়ার সিমাহীন বেদনা


78) টিপ দিলেই বলিস তুই টিপ হয়েছে বাঁকা,
ঠিক করার অজুহাতে আমায় ছুঁয়ে থাকা।
জ্বর এসেছে শুনলে জানি কপাল ছুঁয়ে দিবি,
ভালোবাসি বলতে গাধা আর কত সময় নিবি?


79) যদি পৃথিবীর সব গোলাপ প্রতিদিন
একটা করে তোমাকে দিয়ে বলি আমি
তোমাকে ভালবাসি ,সব গোলাপ শেষ
হয়ে যাবে ..তবুও আমার ভালবাসা শেষ
হবে না ..হয়তো আজও আমার ভালবাসার
গভীরতা বুঝতে পারো নি .......


80) আমি প্রেম কি জানিনা,
আমি প্রেম কি বুঝিনা,
শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে!
কে জানে হায় কোন আগুনে,
মরিব আমি এই ফাগুনে ।
BY, ROBIUL ISLAM (RABBUL)


81) মন নেই ভালো, জানিনা কি হলো,
পাসে নেই তুমি, কি করি আমি,
পাখী যদি হতাম আমি এই জীবনে,
তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভূবনে,
তুমি কি যাবে আমর সাথে ¡


82) যখন কেউ কারো জন্য কাদে ... সেটা হল আবেগ.…
যখন কেউ কাউকে কাদায়, সেটা হল প্রতারনা…
আর যখন কেউ কাউকে কাদিয়ে নিজেও কেদে ফেলে ... ...!!
সেটা হল প্রকৃত ভালোবাসা !!


83) আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে
আছি তোমার ভালবাসা নিবো বলে।
দাও তুমি কতো ভালবাসা দেবে আমায়।
বিনিময়ে একটা হৃদয় তোমায় দিবো যা
কখনো ফিরিয়ে নেবার নয়।


84) যার কাছে সব কিছুবলা যায়...
যার হাতে হাত রেখে চলা যায়...
যাকে আপন বলে ভাবা যায়...
যার কাছে বিশ্বাস টুকো জমা রাখা যায়..
তাকেই তো ভালবাসা যায়..


85) চাঁদ কে ভালবাসি রাত পর্যন্ত,
সূর্য কে ভালবাসি দিন পর্যন্ত,
ফুল কে ভালবাসি সুভাস পর্যন্ত,
কিন্তু তোমাকে ভালবেসে যাবো
আমার শেষ নিশ্বাস পর্যন্ত।
BY, ROBIUL ISLAM (RABBUL)


86) দুটি চোখের কান্নার মর্ম যদি কেউ বুঝতো।
দুঃখের পিছনেও যে সুখ আছে সেটা যদি সবাই জানতো। ভালোবাসার মাঝে টক-ঝাল মিষ্টি এগুলো সবই আছে কিন্তু ভালোবাসার.এসব অনেকের জীবনেও মিছে।


87) ভালোবাসা হল এমন একটি শ্বাস
যাতে শুধু খাটে দুজনার বিশ্বাস এটি হল
ছোট্ট সুখের বাসা তাইতো এর নাম
রাখা হয়েছে ভালোবাসা।


88) ভালোবাসা মানে নিল প্রজাপ্রতি..
ভালোবাসা মানে রুপালি উজান।
ভালোবাসা মানে জোছনার গান।
ভালোবাসা মানে উশ্ন সুখের বরফ গলা নদী।


89) পৃথিবীর সব সুখ তখনি নিজের মনে হয়,
যখন ভালোবাসার মানুষটি ভালোবেসে পাশে থাকে.. আর তখনি নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যখন ভালোবাসার মানুষটি বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে...


90) বন্ধুকে ভালবাসার মানুষের জায়গায় বসানো যায়.. কিন্তু ভালবাসার মানুষকে কখনও শুধু বন্ধু হিসেবে মেনে নেয়া যায় না.....
BY
মো: রবিউল ইসলাম (রাববুল)
০১৯১৬০৩২০৫৪


91) যদি ভালবাসো মোরে, তবে মোর হাত দুখান ধরে, নিয়ে চল অনেক অনেক দূরে, যেথায় তোমাতে আমাতে কথা হবে, মুখে মুখে নয় কেবলই মনে আর মনে


92) মাঝে মাঝে তোমাকে খুব কষ্ট দিই...,
কারন তোমাকে ভালবাসি বলে...
নীরবে নিজেও কষ্ট পাই....,
তোমাকে মিস করবো বলে...
তোমাকে যখন মিস করি....,
তখন পৃথিবীকে এড়িয়ে চলি...
কারন তখন আমার সব....,
অনুভূতি জুড়ে শুধুই তুমি...


93) ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসাকে বেঁধে যে রাখে।


94) আমি তাকেই ভালবাসি যে,
আমাকে বিশ্বাস করে।
আমি তাকেই বিশ্বাস করি
যে আমাকে বুঝে।
আর সে আর কেউ নয়,
শুধু তুমি যার নাম....

**** লাবনি  আক্তার *****


95) জীবনে এমন মানুষ খুঁজে পাওয়া ভার, যে হবে শুধুই আমার। আমার সুখ দুঃখে যে রবে পাশে, এমন মানুষকেই ভালবাসার মন খুঁজে।
BY, ROBIUL ISLAM (RABBUL)


96) আজকে তুমি রাগ করছো,
দু:খ পাবো তাতে।
কালকে যখন মরে যাবো,
রাগ দেখাবা কাকে?
বিধির বিধান এই রকমি,
একদিন তো যাবো মরে।
বুঝবে সেদিন তুমি,
ভালোবাসতাম শুধু তোমাকে ...... !


97) ভালোবাসাকে যদি
শস্যক্ষেত্র রুপে কল্পনা করা হয়,
তবে বিশ্বাস তার বীজ।
আর পরিচর্যা হলো আবেগ।


98) একজন প্রেমিকের কাছে
চন্দ্র হলো তার প্রেমিকার মুখ ।
আর জোছনা হলো প্রেমিকার দীর্ঘশ্বাস ।


99) এক ফোঁটা শিশিরের কারনেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয়, তেমনি এক চিমটি ভালবাসা দিয়ে ও
সুখ পাওয়া যায় যদি সেই ভালবাসা খাঁটি হয়..


100) জানিনা ভালোবাসার আলাদা
আলাদা নিয়ম আছে কিনা,
তবে আমি কোন নিয়মে তোমাকে
ভাল বেসেছি তাও জানিনা,
শুধু এইটুকু জানি আমি
তোমাকে অনেক অনেক ভালোবাসি...
By Robiul islam ( Rabbul)


101) মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে, তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা।
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা।
BY, ROBIUL ISLAM (RABBUL)


102) ফুলের প্রয়োজন সূর্যের আলো,
ভোরের প্রয়োজন শিশির,
আর আমার প্রয়োজন তুমি,
আমি তোমাকে ভালবাসি!
BY, ROBIUL ISLAM (RABBUL)


103) চাঁদ মেঘে লুকালো তোমাকে দেখে
প্রিয়া_ রাত বুঝি ঘুমালো এসো না বুকে প্রিয়া_ ঝিরি ঝিরি হাওয়া শিরি শিরি ছোয়া_ ঝড় উঠেছে এ মনে হায় এ মনে কেউ জানেনা_


104) মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,,
হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো..
স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা,,
মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা...


105) ভালোবাসার মানুষ যতোই দূরে থাকুননা কেনো,
কখনো মনে হবে না যে সে দূরে আছে,
যদি সে অনুভবে মিশে থাকে ।

Md Robiul islam (Rabbul)
01916032054



tag:+
bangla sms,bangla love sms, bangla 14 February love days sms, bangla new sms 2017,bangla joke sms, valentine days wish sms, banglish love wish sms,, www. love  sms. com. bd. net .gov .int,bd sms 2017, my sms bd. com,বাংলা এসএমএস ২০১৭-১৮,ভালবাসার এসএমএস, বাংলা নিউ এসএমএস ২০১৭,ভালবাসার নতুন এসএমএস,১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসের এসএমএস, বাংলা লাভ উইস এমএসএম,ভালবাসার বার্তা,মেসেজ,প্রিয় বন্ধুর এসএমএস,বাংলা ভেলেনটাইন ডে সেরা এসএম এস, প্রেমের এসএমএস।

Load comments